কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : জামা‘আতে শামিল হওয়ার জন্য দ্রুত পায়ে হেঁটে যাওয়ার বিধান কী?

উত্তর : জামা‘আতে শামিল হওয়ার জন্য তাড়াহুড়া করে যাওয়া যাবে না। বরং স্বাভাবিক গতিতে গিয়ে জামা‘আতে শরীক হতে হবে। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন ছালাতের ইক্বামত দেওয়া হবে তখন তোমরা তাড়াহুড়া করে ছালাতে এসো না। বরং তোমরা হেঁটে শান্তভাবে আসো। অতঃপর ছালাতের যে অংশটুকু পাও তা আদায় করো এবং যে অংশটুকু ছুটে যায় তা পূর্ণ করো’ (ছহীহ বুখারী, হা/৯০৮; ছহীহ মুসলিম, হা/৬০২)।

প্রশ্নকারী :  মেহেদী হাসান

নাটোর।


Magazine