কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : ফেরেশতা, ইবলীস কিংবা আদম-হাওয়া কি আল্লাহকে দেখেছে?

উত্তরএ মর্মে সঠিক আক্বীদা হচ্ছে, চর্ম চক্ষু দ্বারা মৃত্যুর পূর্বে আল্লাহকে দেখা অসম্ভব। জান্নাতীগণ আল্লাহকে জান্নাতে যাওয়ার পর দেখতে পারবেন। সুতরাং আদম আলাইহিস সালাম, ফেরেশতাগণ এবং ইবলীস কেউই আল্লাহকে দেখেননি। এমনকি মি‘রাজের রাত্রিতে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সরাসরি আল্লাহকে দেখেছেন এর কোনো প্রমাণ নেই। উমার ইবনু ছাবেত আল-আনসারী রযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, أَنَّهُ لَنْ يَرَى أَحَدٌ مِنْكُمْ رَبَّهُ حَتَّى يَمُوتَ ‘নিশ্চয় মৃত্যুর পূর্বে কখনো তোমাদের কেউ আল্লাহকে দেখতে পারবে না’ (তিরমিযী, হা/২২৩৫; সিলসিলা ছহীহা, হা/২৮৬২)। মহান আল্লাহ বলেন, ‘দৃষ্টিসমূহ তাঁকে আয়ত্ব করতে পারে না। কিন্তু দৃষ্টিসমূহ তাঁর আয়ত্বে আছে এবং তিনি সূক্ষ দর্শী, সম্যক পরিজ্ঞাত’ (আল-আন‘আম, ৬/১০৩)। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, ‘যে ব্যক্তি তোমাকে বলে যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রবকে দেখেছেন, সে মিথ্যা বলল’ (ছহীহ বুখারী, হা/৪৮৫৫; মুসনাদে আহমাদ, হা/২৪২৭৩)। আবূ মূসা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি বিষয় নিয়ে আমাদের সামনে দাঁড়ালেন। (সেগুলোর মধ্যে একটি হলো) তাঁর পর্দা হচ্ছে নূর। তিনি তাঁর পর্দা তুলে নিলে তাঁর চেহারার জ্যোতি বা মহিমা তাঁর সৃষ্টির দৃষ্টির সীমা পর্যন্ত সব কিছু ভস্মীভূত করে দিত (ছহীহ মুসলিম, হা/১৭৯; মিশকাত, হা/৯১)।

প্রশ্নকারী : শাহাদাত

আত্রাই, নওগাঁ।


Magazine