উত্তর: আল্লাহর প্রশংসা ও নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ওপর দরূদ পাঠ করে আল্লাহর কাছে চাইতে হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন তোমাদের কেউ দু‘আ করে, তখন সে যেন আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণগান দিয়ে দু‘আ শুরু করে। অতঃপর রাসূলের প্রতি দরূদ পাঠ করে। এরপর যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে’ (আবূ দাঊদ, হা/১৪৮১)। প্রশংসা হিসেবে ‘আল-হামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহীম, মালিকি ইয়াওমিদ্দীন’ বলতে পারে বা আরো অন্য কিছুও বলা যায় আর দরূদ হিসেবে দরূদে ইবরাহীম বলবে।
প্রশ্নকারী : মো. মিনহাজ পারভেজ
হড়গ্ৰাম, রাজশাহী।