উত্তর : গীবত বান্দার সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ বান্দার কাছেই ক্ষমা চেয়ে নিতে হয়। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কেউ যদি কারও প্রতি জুলুম করে থাকে সম্মান কিংবা অন্য যে কোনো ক্ষেত্রে, তাহলে সে যেন আজই (দুনিয়াতেই) তা মীমাংসা করে নেয়, সেই দিন আসার পূর্বে যেদিন কোনো দীনার বা দিরহাম (স্বর্ণমুদ্রা বা রৌপ্যমুদ্রা) থাকবে না…’ (ছহীহ বুখারী, হা/২৪৪৯; মুসনাদে আহমাদ, হা/১০৫৮০)। এখন যার গীবত করা হয়েছে, সে যদি মারা যায় তাহলে চেষ্টা করতে হবে, যার কাছে তার গীবত করা হয়েছে সে ব্যক্তির কাছে ওই মৃত ব্যক্তির প্রশংসা করবে। তার নামে দান করবে ও আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আশা করা যায়, এসব পদ্ধতি অবলম্বন করলে ক্ষমা হতে পারে।
প্রশ্নকারী : রবীউল ইসলাম
চাঁদমারী, পাবনা।