উত্তর : উক্ত দু‘আটি সঠিক নয়। কারণ প্রশ্নে উল্লেখিত হাদীছটি যঈফ। এ হাদীছটি আনাস রযিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে যিয়াদ আন-নুমায়রী বর্ণনা করেন। ইবনু মাঈন তাকে যঈফ রাবী বলেছেন। আবূ হাতেম ইবনু হিব্বান বলেন, সে হলো মুনকারুল হাদীছ। তার বর্ণিত হাদীছ গ্রহণ করা যাবে না। ইয়াহইয়া ইবনু মাঈন তাকে পরিত্যাগ করেছেন (তাহযীবুল কামাল, ৫/১১৬)। সুতরাং এ হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা যাবে না।
প্রশ্নকারী : সোলায়মান
সিরাজগঞ্জ।