কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : জুম’আর খুৎবায় অনেক খতীব বলে থাকেন যে, রমাযান মাস পর্যন্ত জীবিত থাকার জন্য এবং রামাযানের ফযীলত লাভের জন্য اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ وَشَعْبَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ এই দু’আটি বেশি বেশি পাঠ করা সুন্নাত। এই মর্মে সঠিক সমাধান জানতে চাই।

উত্তর : উক্ত দু‘আটি সঠিক নয়। কারণ প্রশ্নে উল্লেখিত হাদীছটি যঈফ। এ হাদীছটি আনাস রযিয়াল্লাহু আনহু-এর মাধ্যমে যিয়াদ আন-নুমায়রী বর্ণনা করেন। ইবনু মাঈন তাকে যঈফ রাবী বলেছেন। আবূ হাতেম ইবনু হিব্বান বলেন, সে হলো মুনকারুল হাদীছ। তার বর্ণিত হাদীছ গ্রহণ করা যাবে না। ইয়াহইয়া ইবনু মাঈন তাকে পরিত্যাগ করেছেন (তাহযীবুল কামাল, ৫/১১৬)। সুতরাং এ হাদীছ দ্বারা দলীল গ্রহণ করা যাবে না।

প্রশ্নকারী : সোলায়মান

সিরাজগঞ্জ।


Magazine