কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : কেউ যদি যোহর, আসর, মাগরিব ও ইশা'র ছালাত যথা সময়ে জামা‘আতে আদায় করে। কিন্তু ফজরের ছালাতে নিয়মিত জামাআত ছেড়ে দেয়। পরবর্তীতে যোহরের আগে অথবা পরে অথবা অন্য কোনো সময়ে তা আদায় করে নেয়; তবে তার বিধান কি হবে?

উত্তর : অলসতা বসত ওয়াক্তে ছালাত আদায় না করে ক্বাযা করা নিঃসন্দেহে কাবীরা গুনাহ। মহান আল্লাহ বলেন, ‘অতএব সেই ছালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ, যারা নিজদের ছালাতে অমনোযোগী’ (আল-মাউন, ১০৭/৪-৫)। হাদীছে ফজরের ছালাত সময়মতো আদায় না করাকে মুনাফিকের আলামত বলা হয়েছে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় মুনাফিক্বের জন্য সবচেয়ে ভারী ছালাত হলো, এশা এবং ফজরের ছালাত’ (ছহীহ মুসলিম, হা/২৫২)। সুতরাং এমন ব্যক্তি কাবীরা গুনাহগার। তাকে তওবা করে ছালাতে মনযোগী হতে হবে এবং এমন অভ্যাস পরিত্যাগ করতে হবে।

প্রশ্নকারী : মুহাম্মাদ আল ইমরান

সাদুল্লাপুর, গাইবান্ধা।

 

Magazine