কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : চারজন সাক্ষী আছে। কিন্তু যেনাকারীরা তাদের অপকর্মের কথা অস্বীকার করছে। এমতাবস্থায় কি তাদের শাস্তি দেওয়া যাবে?

উত্তর : যেনার শাস্তির জন্য প্রথমত প্রয়োজন হলো প্রমাণ। আর প্রমাণ কয়েকভাবে হতে পারে। কখনো সাক্ষ্যর মাধ্যমে আবার কখনো স্বীকারক্তির মাধ্যমে এবং কখনো গর্ভ প্রকাশ পাওয়ার মাধ্যমে। যখন চারজন সাক্ষী এ বলে সাক্ষ্য দিবে যে তারা স্বয়ং নিজ চোখে তাকে যেনা করা অবস্থায় দেখেছে তখন অপরাধীর অস্বীকার করে কোনো লাভ হবে না বরং তাদের উপর শাস্তি ক্বায়েম করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘যারা তোমাদের স্ত্রীদের মধ্য হতে অশ্লীলতার (যেনার বিষয়) নিয়ে আসবে। তারা যেন তোমাদের মধ্য হতে তাদের ব্যাপারে চারজন সাক্ষী রাখে’ (আন-নিসা, ৪/১৫)। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, সা‘দ ইবনু উবাদা রাযিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যদি আমি আমার স্ত্রীকে কোনো লোকের সাথে পায়, এক্ষেত্রে কি আমি চারজন সাক্ষী উপস্থিত করার জন্য অপেক্ষা করব? উত্তরে তিনি বললেন, হ্যাঁ’ (ছহীহ মুসলিম, হা/১৪৯৮; আবূ দাঊদ, হা/৪৫৩৩)। তবে বিচারক বিষয়টি তদন্ত করে দেখবেন। যদি এমনটি হয় যে, তারা তাদের উপর মিথ্যা অপবাদ দিয়েছে সে ক্ষেত্রে তাদের ৮০টি বেত্রাঘাত করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যারা সতী-সাধ্বী নারীর ব্যাপারে অপবাদ দেয় এরপর চারজন সাক্ষী উপস্থিত করতে না পারে তাহলে তোমরা তাদের ৮০টি বেত্রাঘাত করো’ (আন-নূর, ৪)। 

-রহমতুল্লাহ

মোল্লাহাট, বাগেরহাট।

Magazine