উত্তর : অর্ধেক দামে ভাউচার কেনা ‘টাকার বিনিময়ে টাকা কেনা’-র শামিল। যা স্পষ্ট সূদ। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর, লবনের বিনিময়ে লবনের লেনদেন সমান সমান এবং হাতে হাতে হতে হবে। যদি কেউ বেশি দেয় বা বেশি চায় তাহলে সে সূদ গ্রহণ করল। এক্ষেত্রে দাতা ও গ্রহীতা দুজনেই সমান পাপী’ (ছহীহ মুসলিম, হা/১৫৮৪; মিশকাত, হা/২৮০৯)। তাই ভাউচারে লিখিত টাকার চেয়ে কম দামে ভাউচার কেনা হলে তা সূদ হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক যে ঋণে মুনাফা বা লাভ নিয়ে আসে তাই হলো সূদ’ (সুনানুল কুবরা বায়হাক্বী, ৫/৫৭১)।
প্রশ্নকারী : ফজলে রাজীব
কেরানীগঞ্জ, ঢাকা।