উত্তর : প্রচলিত নিয়মে যে বন্ধক দেওয়া হয়ে থাকে তা শরীয়ায় হারাম। তবে যে বন্ধকের জন্য টাকা দেওয়া হয় তা যদি নেসাব পরিমাণ হয় বা তার মূল সম্পদের সাথে মিলিয়ে নেসাব পরিমাণ হয়ে যায় এবং তার উপর ১ বছর অতিবাহিত হয় তাহলে অবশ্যই যাকাত আদায় করতে হবে (আল-মাজমূ‘, ৫/৩১৮ পৃ.)। তবে যার কাছে বন্ধক রাখা হয়েছে তার অনুমতি নিতে হবে (মাজমূউল ফতওয়া ইবনে উছাইমীন, ১৮/৩৪ পৃ.)। আর টাকার যাকাত স্বর্ণের হিসাবে প্রায় ৫ লাখ টাকা এবং রৌপ্যর হিসাবে প্রায় ৭০ হাজার টাকা। অনুরূপভাবে জমিতে উৎপাদিত ফসলও যদি নেসাব পূর্ণ হয়ে থাকে তাহলে তাতেও যাকাত আদায় করতে হবে। আর ফসলের যাকাত হিসাব হলো- যদি তা সেচের মাধ্যমে হয় তাহলে ২০ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি বৃষ্টির মাধ্যমে হয় তাহলে ১০ ভাগের ১ ভাগ প্রদান করতে হবে।
প্রশ্নকারী : মোঃ আল আমিন
কাজিপুর, সিরাজগঞ্জ।