উত্তর : একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করাই উত্তম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের ওপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য (আবূ দাউদ, হা/২৭৮৮, তিরমিযী, হা/১৫১৮)। সুতরাং একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করারই চেষ্টা করবে। কিন্তু কেউ যদি গরুতে সাতভাবে দিতে চায়, তাহলে সেটিও জায়েয। জাবির ইবনু আবদুল্লাহ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হুদাইবিয়ার বছর আমরা রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে প্রতি সাতজনের পক্ষ থেকে একটি উট এবং প্রতি সাতজনের পক্ষ থেকে একটি গরু কুরবানী করেছি (ছহীহ মুসলিম, হা/১৩১৮, আবূ দাউদ, হা/২৮০৯)।
-আতাউর রহমান
চাপাই নবাবগঞ্জ।