উত্তর : কেউ পাপ বা অন্যায়ের শাস্তি দুনিয়াতে পেয়ে গেলে তাকে আর পরকালে শাস্তি ভোগ করতে হবে না। উবাদাহ্ ইবনু সামিত রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- বলেন,...‘যে ব্যক্তি (শিরক ব্যতীত) অন্য কোন অপরাধ করবে এবং এজন্য দুনিয়ায় শাস্তি পেয়ে যাবে, তাহলে এ শাস্তি তার গুনাহ মাফ হবার কাফফারাহ্ হয়ে যাবে। আর যদি কোন গুনাহের কাজ করে, অথচ আল্লাহ তা ঢেকে রাখেন (বা ধরা না পড়ে), এজন্য দুনিয়ায় এর কোন বিচার না হয়ে থাকে, তাহলে এ কাজ আল্লাহর মর্যীর উপর নির্ভর করবে। তিনি ইচ্ছা করলে আখিরাতে তাকে ক্ষমা করে দিবেন অথবা শাস্তিও দিতে পারেন’ (ছহীহ বুখারী, হা/১৮; ছহীহ মুসলিম, হা/১৭০৯; মিশকাত, হা/১৮)।
প্রশ্নকারী : আহসানুল্লাহ বিন আজাদ
মহাদেবপুর, নওগাঁ।