কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): ফরয ছালাতের পর পড়ার তাসবীহগুলো কি সুন্নাত বা নফলের পরে পড়া যাবে?

উত্তর: একাধিক হাদীছ দ্বারা বুঝা যায় যে, যিকিরগুলো ফরয ছালাতের পরই পড়তে হবে। তবে সুন্নাতের পরও পরা যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুক্ত করা গোলাম ছাওবান রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছালাত শেষ করতে চাইতেন, তখন তিনবার আসতাগফিরুল্লাহ বলতেন। তারপর বলতেন, اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ يَا ذَا الجَلَالِ وَالإِكْرَامِ ‘হে আল্লাহ, তুমিই শান্তি আনায়নকারী। তোমার নিকট হতেই শান্তি আসে। হে পরাক্রম ও সম্মানের অধিকারী! তুমি বরকত ও প্রাচুর্যময়’। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছালাত থেকে ফারেগ হয়ে তিনবার ইস্তিগফার পড়তেন আর এই যিকিরটি পাঠ করতেন (তিরমিযী, হা/৩০০)।


Magazine