কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : বাড়িতে মহিলাদের তারাবীহর জামাআতে পুরুষ ব্যক্তি ইমামতি করতে পারবে কি?

উত্তর : মহিলারা বাড়িতে হোক চাই মসজিদে হোক তারাবীহসহ যেকোনো ছালাত পুরুষ ব্যক্তির ইমামতিতে আদায় করতে পারে। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ও জনৈক ইয়াতীম আমাদের ঘরে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ছালাত আদায় করছিলাম। আর উম্মু সুলাইম রাযিয়াল্লাহু আনহু আমাদের পেছনে ছিলেন (ছহীহ বুখারী, হা/৭২৭; ছহীহ মুসলিম, হা/৬৫৯; মিশকাত, হা/১১০৮)। উল্লেখ্য যে, মহিলাদের জন্য পাঁচ ওয়াক্ত ছালাত মসজিদের চেয়ে বাড়িতে আদায় করাই উত্তম। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিয়ো না। আর তাদের বাড়ি তাদের জন্য উত্তম’ (আবুদাঊদ, হা/৫৬৭; মিশকাত, হা/১০৬২)।

সাবিরুল বিন নাজমুল

মিরপুর, কুষ্টিয়া।


Magazine