কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : যে সকল মসজিদ ও মাদরাসায় বিদআতী কর্মকাণ্ড হয় সেগুলোর উন্নয়নকল্পে দান করলে কি পাপ হবে?

উত্তর : এমন প্রতিষ্ঠানে দান করা থেকে বিরত থাকাই ভালো। কেননা এর মাধ্যমে বিদআতী কর্মকাণ্ডে সহযোগিতা করা হয়। আর এমন কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাক্বওয়া ও কল্যাণকর কাজে পরস্পরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদাহ, ৫/২)। তাছাড়া এমন প্রতিষ্ঠানে দান করলে তাতে বিদআতীকে সহযোগিতা করা হবে, যার পরিণাম অত্যন্ত ভয়াবহ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তার প্রতি লা‘নত করেছেন’ (ছহীহ মুসলিম, হা/১৯৯৮; মিশকাত, হা/৪০৭০)।

-আব্দুল্লাহ

চিচিরবন্দর, দিনাজপুর।

Magazine