কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ছালাতে ইমাম ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ বললে মুক্তাদীও কি তাই বলবে। না শুধু ‘রববানা লাকাল হামদ’ বলবে। না-কি ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ এবং ‘রববানা লাকাল হামদ’ দু’টাই বলবে?

উত্তর : ইমামের সাথে সাথে মুক্তাদীগণ ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ এবং ‘রববানা লাকাল হামদ’ উভয়টি বলতে পারেন (আবুদাঊদ, হা/৯৭৩)। তবে ‘সামি‘আল্লাহু লিমান হামিদাহ’ না বলে শুধু ‘রববানা লাকাল হামদও...বলতে পারেন’ (ছহীহ বুখারী, হা/৭৩৩; ছহীহ মুসলিম, হা/৪১৫; মিশকাত, হা/১১৩৮, ১১৩৯)।

প্রশ্নকারী : নাঈম ছিদ্দীক্বী

কলারোয়া, সাতক্ষরা।


Magazine