কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : ছালাতে যে অঙ্গ ঢেকে রাখা ফরয, তার মাঝে যদি সামান্য ছিদ্র থাকে, তাহলে ছালাতশুদ্ধ হবে কি?

উত্তর : নারী-পুরুষ সকলের জন্য ছালাতে সতর ঢেকে রাখা শর্ত এবং আবশ্যক (আল-মুগনী, ১/৩৩৭)। কেননা সতর খোলা অবস্থায় ছালাত কবুল হয় না। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةَ حَائِضٍ إِلاَّ بِخِمَارٍ ‘কোনো প্রাপ্তবয়স্কা মহিলা ওড়না ছাড়া ছালাত আদায় করলে, আল্লাহ তার ছালাত কবুল করবেন না’ (ইবনু মাজাহ, হা/৬৫৫; মুসনাদে আহমাদ, হা/২৫৮৭৬)। সুতরাং স্বেচ্ছায় কোনো ব্যক্তি সতর খোলা রেখে ছালাত আদায় করলে তার ছালাত বাতিল হবে। তাই এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং সতর বের হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এমন পোশাক পরিধান করা হতে বিরত থাকতে হবে। আর অজ্ঞতা বা ভুলক্রমে যদি সতরের কোনো অঙ্গ ছালাতে খুলে যায় তাহলে তার ছালাত হয়ে যাবে। কেননা আল্লাহ বান্দার অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করে দিয়েছেন (ইবনু মাজাহ, হা/২০৪৫; মিশকাত, হা/৬২৮৪)। আর ছিদ্র যদি অতি সামান্য হয়ে থাকে যার কারণে সতর দেখা যায় না বা মানুষের নজরে পড়ে না, তাহলে এমন ছিদ্রের কারণে ছালাতের কোনো সমস্যা হবে না।

প্রশ্নকারী : সদরুদ্দীন

ঢাকা।


Magazine