কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): জনৈক মুফতী বলেছেন, আল্লাহ আরশের উপরে রয়েছেন এই আক্বীদা নাকি ভুল আক্বীদা। তার আক্বীদা হলো আল্লাহ আরশ সৃষ্টির পূর্বে যেখানে ছিলেন এখনো সেখানে আছেন। এই আক্বীদা রাখা কি ঠিক?

উত্তর: উক্ত আক্বীদা সঠিক নয়। বরং সঠিক আক্বীদা হলো আল্লাহ আরশের উপরেই আছেন। আল্লাহ তাআলা বলেন, ‘দয়াময় আল্লাহ আরশের উপর সমুন্নত’ (ত্ব-হা, ২০/৫)। তিনি আরো বলেন, ‘নিশ্চয় তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ ও যমীন ছয় দিনে সৃষ্টি করেছেন; তারপর তিনি আরশের উপর উঠেছেন’ (আল-আ‘রাফ, ৭/৫৪)। ইয়ামানবাসী রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে আসলে তিনি তাদের বলেন, ‘হে ইয়ামানবাসী! তোমাদের জন্য সুসংবাদ’। বনূ তামীম তা গ্রহণ করল না। তারা বলল, আমরা শুভ সংবাদ গ্রহণ করলাম। আমরা আপনার কাছে এসেছি দ্বীনী জ্ঞান লাভের উদ্দেশ্যে এবং জিজ্ঞেস করার জন্য এসেছি যে, এ দুনিয়া সৃষ্টির আগে কী ছিল? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তখন আল্লাহ তাআলা ছিলেন, তাঁর আগে আর কিছুই ছিল না। তাঁর আরশ পানির উপর ছিল। অতঃপর তিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করলেন এবং লাওহে মাহফূযে সব বস্তু সম্পর্কে লিখে রাখলেন’ (ছহীহ বুখারী, হা/৭৪১৮)। হাদীছ থেকে বুঝা যায়, আল্লাহর আগে কিছুই ছিল না। তিনি আরশ সৃষ্টি করেছেন এবং তাতে সমুন্নত হয়েছেন। এছাড়াও রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত দু‘আয় উল্লেখ আছে, ‘হে আল্লাহ! আপনিই শুরু, আপনার আগে কোনোকিছুর অস্তিত্ব নেই এবং আপনিই শেষ, আপনার পরে কোনোকিছু নেই’ (ছহীহ মুসলিম হা/২৭১৩)।
প্রশ্নকার : রায়হান
পিরোজপুর।

Magazine