কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : বিবাহের সামর্থ্য না থাকলে ছিয়াম রাখার পদ্ধতি কী?

উত্তর: ছিয়াম যৌন শক্তিকে দুর্বল করে। অশ্লীল কাজ হতে বিরত রাখে। এজন্য বিবাহের সামর্থ্য না থাকলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন। কেননা বিয়ে দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হিফাযত করে। যার বিয়ে করার সামর্থ্য নেই সে ছিয়াম রাখবে। কেননা তা যৌনতাকে দমন করবে। আর তার নিয়ম হলো- বৃহস্পতিবার ও সমবার রাখতে পারে বা প্রতি মাসে তিন দিন রাখতে পারে বা একদিন পর একদিন রাখতে পারে। আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন অবশ্যই বিবাহ করে। কেননা বিবাহ দৃষ্টি অবনত করে ও লজ্জাস্থানের অধিক হেফাজত করে। আর যার সামর্থ্য নেই, সে যেন ছিয়াম রাখে। কেননা, ছিয়াম তার জন্য ঢালস্বরূপ (অর্থাৎ- অবৈধ যৌনচাহিদা থেকে বিরত রাখে) (ছহীহ বুখারী, হা/৫০৬৬; ছহীহ মুসলিম, হা/১৪০০)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারে (আল্লাহর দরবারে বান্দার) ‘আমল পেশ করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি সওম অবস্থায় থাকি (তিরমিযী, হা/৭৪৭)। উম্মু সালামা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতি মাসে তিনটি ছিয়াম রাখার নির্দেশ দিয়েছেন। (আর এ সওমের) শুরু সোমবার অথবা বৃহস্পতিবার (আবূ দাউদ, হা/২৪৫২)। আব্দুল্লাহ ইবনু আমর রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তা‘আলার নিকট সকল ছালাতের মাঝে দাঊদ আলাইহিস সালাম-এর ছালাত এবং সকল ছিয়ামের মাঝে দাঊদ আলাইহিস সালাম-এর ছিয়াম সবচেয়ে বেশী প্রিয়। তিনি অর্ধেক রাত্র ঘুমাতেন। এক-তৃতীয়াংশ ছালাত আদায় করতেন। তারপর রাতের ষষ্ঠাংশে আবার ঘুমাতেন। আর তিনি একদিন ছিয়াম পালন করতেন এবং একদিন ছিয়াম ছেড়ে দিতেন (ছহীহ বুখারী, হা/৩৪২০; ছহীহ মুসলিম, হা/১১৫৯)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।

রাজশাহী।


Magazine