কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : কেউ কি তার স্ত্রীর বাবার নতুন বিয়ে করা বউকে তালাকের পর বিয়ে করতে পারবে? বা এক কথায় মেয়ে ও তার সৎ মাকে একত্রে বিবাহ করতে পারবে? যদি জায়েয হয় এর কি কোনো নজির আছে?

উত্তর: সামাজিক কিছু আপত্তি থাকলেও শরীআতে স্ত্রীর সৎমা মাহরাম হিসাবে বিবেচিত নয়। তাই তাকে বিয়ে করা জায়েয। কারণ কোনো ব্যক্তি মাহরাম কি না তা শুধুমাত্র শরীআতের দলীল দ্বারাই প্রমাণিত হতে হবে। আর মাহরামের তালিকায় স্ত্রীর সৎমায়ের কথা বলা হয়নি (আন-নিসা, ৪/২৪)। তাই অধিকাংশ আলেমদের মতে একই সাথে একজন মহিলা এবং তার পিতার তালাক দেওয়া অন্য স্ত্রীকে বিয়ে করাও বৈধ (জামেউল উলূম ওয়াল হুকম, পৃ. ৪১১; আল-উম্ম, ৭/১৬৩; আল-মুহাল্লা, ৯/৫৩২)। তাছাড়া ইবনু কুদামা রহিমাহুল্লাহও জায়েয বলেছেন এবং আব্দুল্লাহ ইবনু জা‘ফর ও ছফওয়ান ইবনু উমাইয়া বিবাহ করেছিলেন বলে উল্লেখ করেছেন (আল-মুগনী, ৭/৯৮)।

প্রশ্নকারী : আব্দুস সালাম

মোহনপুর, রাজশাহী।

Magazine