কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : যে ব্যক্তি সূদ ঘুষ খায়, তার খাবার বা উপহার গ্রহণ করা যাবে কি?

উত্তর : সূদ ঘুষে অভ্যস্ত ব্যক্তিদের দেওয়া দাওয়াত ও তাদের কিছু গ্রহণ করা জায়েয নয়। কেননা সূদ হলো ইসলামী শরীআতে গর্হিত অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ সূদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন’ (আল-বাকারা, ২/২৭৬)। জাবির রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা‘নত করেছেন সূদখোরের উপর, সূদদাতার উপর, এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। সুতরাং তাদের খাবার ও উপহার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

প্রশ্নকারী : মো. ইউনুস আলী

গাজীপুর।

Magazine