কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : প্রতিবেশীকে কুরবানীর গরুর গোশত দিয়ে সমপরিমাণ অথবা কম কিংবা বেশি করে ছাগলের গোশত নেওয়া যাবে কি?

উত্তর : এরূপ পরিমাণভিত্তিক লেনদেনের ব্যাপারে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের কোনো আমল পাওয়া যায় না। তাই কুরবানীর গোশতের ক্ষেত্রে এই ধরনের লেনদেন করা উচিত নয়। তবে প্রতিবেশী বা আত্মীয়স্বজনের নিকট থেকে হাদিয়াস্বরূপ কিছু নেওয়া এবং তাদেরকে কিছু দেওয়া যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হাদিয়া দাও, মহব্বত বাড়বে’ (আল আদাবুল মুফরাদ, হা/৫৯৪; মিশকাত, হা/৪৬৯৩)। অন্য হাদীছে এসেছে, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া নিতেন এবং তার বদলা দিতেন’ (ছহীহ বুখারী, হা/২৫৮৫; মিশকাত, হা/১৮২৬)।

প্রশ্নকারী : ছিদ্দীক্ব

চাঁপাই নবাবগঞ্জ সদর।

Magazine