কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩০) : ছেলেরা কি চাঁদির আংটি ব্যবহার করতে পারবে এবং আংটির উপরে সৌন্দর্যের জন্য পাথর বসাতে পারবে?

উত্তর: ছেলেরা চাঁদির আংটি পড়তে পারে। আর সৌন্দর্যের জন্য আংটির উপর পাথর বসাতে পারে। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর একটি রূপার আংটি ছিল এবং তার নাগিনা (নাম অঙ্কিত স্থানটি)-ও ছিল রূপার। (ছহীহ বুখারী, হা/৫৮৭০; মিশকাত, হা/৪৩৮৭)। তবে, বর্তমান সময়ে রোগমুক্তির উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পাথর বসিয়ে যে আংটি ব্যবহার করা হয়, তা ব্যবহার করা শিরক। তবে, পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম।

প্রশ্নকারী : মোহাম্মদ রাহুল ইসলাম

দুর্গাপুর।

 

Magazine