কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): জনৈক ব্যক্তি এক বিবাহিত মহিলাকে যাদু করে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে, পরে সেই লোকটি ওই মহিলাকে বিবাহ করে। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। এখন প্রশ্ন হলো, ব্যক্তিটি যেহেতু জাদু করে বিবাহ করেছে তাই তাদের বিবাহ কি শরীয়তসম্মত হয়েছে এবং তার এই দুই সন্তান কি ওই লোকটির হবে নাকি এই দুটি সন্তান অবৈধ বলে গণ্য হবে?

উত্তর: প্রথমত, জাদুর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে বিবাহ বিচ্ছেদ করা সম্পূর্ণ হারাম, যা ঈমান ভঙ্গকারী একটি বিষয় (আল-বাকারা, ২/১০২)। সুতরাং এমন কাজ থেকে অবশ্যই তাওবা করতে হবে। দ্বিতীয়ত, সেই মহিলার বিচ্ছেদের পর, তার ইদ্দত শেষ হওয়ার পরে যদি সেই ব্যক্তি তাকে বিবাহ করে, তাহলে সেই বিবাহ শুদ্ধ হবে, কিন্তু অন্যের সংসার নষ্ট করার জন্য সেই ব্যক্তি গুণাহগার হবে (ছহীহ বুখারী, হা/৫১৫২, মুসনাদে আহমাদ, হা/৭২৪৮)। ফলে, সেই সন্তান দুটি তাদের বৈধ সন্তান বলেই বিবেচিত হবে। আর যদি সেই মহিলার ইদ্দত শেষ হওয়ার আগেই বিবাহ করে থাকে, তাহলে সেই বিবাহ শুদ্ধ নয়, বরং তা বাতিল বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলেন, আর নির্দিষ্ট কাল (ইদ্দত) পূর্ণ না হওয়া অবধি তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করো না (আল-বাকারা, ২/২৩৫)। ফলে, এক্ষেত্রে তাদের মাঝে নতুনভাবে বিবাহ হতে হবে, আর তাদের দুই সন্তান অবৈধ বলে বিবেচিত হবে। সেজন্য, তাদেরকে তাদের মায়ের দিকে সম্পৃক্ত করা হবে, বাবার দিকে নয়।

প্রশ্নকারী : সাব্বির মাহমুদ

শ্রীমঙ্গল, মৌলভীবাজার


Magazine