কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : স্বামী মারা গেলে স্ত্রী কতদিন বাড়ির বাইরে বের হতে পারবে না?

উত্তর : স্বামী মারা গেলে স্ত্রী ৪ মাস ১০দিন বাড়ির বাইরে যেতে পারবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়, তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন প্রতীক্ষা করবে’ (আল-বাক্বারা, ২/২৩৪)। আর স্ত্রী গর্ভকালীন অবস্থায় স্বামী মারা গেলে সন্তান ভুমিষ্ট হওয়া পর্যন্ত স্ত্রী ইদ্দত পালন করবে। (আত-তালাক, ৬৫/৬)। তবে জরুরী কারণে বাইরে যেতে পারে। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তার খালাকে তালাক দেওয়ার পর তিনি তার খেজুর বাগানে যেতে চাইলেন। পথে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হলে সে তাকে সেখানে যেতে নিষেধ করল। তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গেলে, তিনি বললেন, ‘তুমি গিয়ে তোমার খেজুর নিয়ে এসো। হয়তো তুমি ছাদাক্বা করবে এবং মানুষের উপকারের জন্য দিয়ে দেবে (নাসাঈ, হা/৩৫৫০)।

প্রশ্নকারী : মোনোয়ার হোসেন

শিবগঞ্জ, বগুড়া।


Magazine