উত্তর: কোনো পীরকে হুজুর কেবলা বা বাবা বলা যাবে না। কেননা এগুলো কুসংস্কার যা আক্বীদা নষ্টকারী ভ্রান্ত লোকদের আবিস্কৃত শব্দ। তারা এসকল শব্দ দ্বারা বিভিন্ন কুফুরি আক্বীদা মানুষের মাঝে ছড়িয়ে থাকে। কারণ হুজুর কখনো কেবলা হতে পারে না। আর কেবলা বলতে মূলত কাবা ঘরকে বুঝানো হয়। তাই মুসলিম ব্যক্তির উচিত হবে, শুধু কেবলাকেই কেবলা মনে করা এবং অন্যকে কেবলা বলা হতে বিরত থাকা। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদের মত ছালাত পড়ে, আমাদের কেবলাকে কেবলা হিসাবে গ্রহণ করে এবং আমাদের যবাইকৃত পশু ভক্ষন করে। সেই হলো প্রকৃত মুসলিম…’ (ছহীহ বুখারী, হা/৩৯১)।
প্রশ্নকারী : মো: সেলিম রেজা
বাগদাদ, ইরাক্ব।