উত্তর: ওযূর অঙ্গসমূহ ধৌত করার সময় ধারাবাহিকতা বজায় রাখা ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা ওযূর অঙ্গ ধৌত করার ক্ষেত্রে ধারাবাহিকতার নির্দেশ দিয়েছেন। মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! যখন তোমরা ছালাতের উদ্দেশ্যে দন্ডায়মান হও তখন (ছালাতের পূর্বে) তোমাদের মুখমন্ডল ধৌত কর এবং হাতগুলিকে কনুই পর্যন্ত ধুয়ে নাও, আর মাথা মাসাহ কর এবং পাগুলিকে টাখনু পর্যন্ত ধুয়ে ফেল... (আল-মায়েদা, ৫/৬)। হাদীছ দ্বারাও ওযূর অঙ্গ ধৌত করার ধারাবাহিকতা স্পষ্টভাবে বোঝা যায়। যতো সংখ্যক ছাহাবী ওযূর হাদীছ বর্ণনা করেছেন, তাতে কোনো ছাহাবী ওযূর ধারাবাহিকতা ভঙ্গ করেননি। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকতা ভঙ্গ করেছেন এ মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব ওযূর ধারাবাহিকতা বজায় না থাকলে ওযূ বাতিল হবে। এমন ওযূ দ্বারা ছালাত আদায় করে থাকলে, সে ছালাত পুনরায় পড়তে হবে।
প্রশ্নকারী : তামিম আল-আমিন
টঙ্গি, গাজীপুর।