উত্তর: না, পারবে না। বরং তাদের কর্তব্য হলো বাড়িতে অবস্থান করা। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নিজ ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলী যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না’ (আল-আহযাব, ৩৩/৩৩)। আর সালাফদের কোনো মহিলা জনসমক্ষে দাওয়ার কাজ করেছেন বলে ছহীহ কোনো দলীল পাওয়া যায় না। সুতরাং মহিলাদের জনসমক্ষে দাওয়ার কাজ করা থেকে বিরত থাকতে হবে। তবে যদি ঘরোয়াভাবে পূর্ণ পর্দার সাথে দ্বীন শেখানোর ব্যবস্থা থাকে, তাহলে সেখানে তারা দ্বীন শেখাতে পারে।
প্রশ্নকারী : সোহেল মণ্ডল
পশ্চিমবঙ্গ, ভারত।