উত্তর : ব্যাংক হতে সূদভিত্তিক লোন নিয়ে গাড়ি-বাড়ি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি করা যাবে না। কেননা সূদ সুস্পষ্ট হারাম। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সূদের যা কিছু অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হও। যদি তা না কর, তবে আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পক্ষ থেকে যুদ্ধের সংবাদ জেনে নাও’ (আল-বাক্বারা, ২৭৮-৭৯)। তিনি অন্যত্র বলেন, ‘আল্লাহ সূদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন’ (আল-বাক্বারা, ২৭৫)। জাবের রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহণকারী ও সূদপ্রদানকারী এবং সূদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লা’নত করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। এমতাবস্থায় সূদমুক্ত হয়ে বিগত সূদের পাপের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। যেহেতু তৈরিকৃত বাড়ি ভেঙ্গে ফেললে অর্থ নষ্ট হবে, তাই সম্ভব হলে নেকীর আশা ছাড়াই বাড়িটি দান করে দিতে হবে। নিরুপায় হলে বসবাস করতে পারে। আর উপায় থাকলে স্বামীসহ অন্য কোথাও বসবাস করবে। তবে এর জন্য পিতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক
কবিরহাট, নোয়াখালী।