উত্তর : কোনো বাগানের পাশ দিয়ে যাওয়ার সময়ে কোনো ব্যক্তির যদি সেই বাগানের ফল খাওয়ার খুবই প্রয়োজন দেখা দেয়, তাহলে বাগানের মালিককে তিনবার ডাকবে। যদি উত্তর পায়, তাহলে মালিকের নিকট থেকে অনুমতি নিবে। আর যদি উত্তর না আসে, তাহলে তার জন্য সেই বাগান থেকে ফল খাওয়া বৈধ। তবে সে কোনো কিছুই বহন করে নিয়ে যেতে পারবে না (শারহুল মুমতে, ৬/৩৩৯)। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আর তুমি কোনো ফলের বাগানে পৌঁছে বাগানের মালিককে তিনবার ডাক দিবে। সে তোমার ডাকে সাড়া দিলে তো ভালো, অন্যথায় তুমি ক্ষতি না করে তা থেকে পেড়ে খাও’ (ইবনু মাজাহ, হা/২৩০০)। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ‘(অপরের) বাগানে প্রবেশের পর কোনো লোক তা হতে খেতে পারে কিন্তু পুটুলি বেঁধে সাথে করে নিয়ে যেতে পারবে না’ (তিরমিযী, হা/১২৮৭)।
প্রশ্নকারী : মোঃ মুহির উদ্দীন
লালপুর, নাটোর।