উত্তর : উক্ত ফান্ডগুলোর ক্ষেত্রে যাকাত তখন প্রযোজ্য হবে যখন সূদের টাকা ব্যতীত মূল টাকা যাকাতের নেসাব পরিমাণ হবে এবং উক্ত টাকার উপর এক বছর অতিবাহিত হবে। তখন উক্ত টাকায় নির্দিষ্ট হারে যাকাত আদায় করতে হবে। আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমার কাছে ২০০ দিরহাম থাকবে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হবে, তাতে পাঁচ দিরহাম যাকাত আদায় করতে হবে। আর যদি তোমার কাছে স্বর্ণের ২০ দীনার থাকে এবং তার উপর পূর্ণ এক বছর অতিবাহিত হয়, তাহলে তাতে অর্ধ দীনার যাকাত আদায় করত হবে। আর যদি কম হয় তাহলে ভিন্ন কথা। আর যদি বেশি হয় তাহলে উক্ত নিয়মে যাকাত আদায় করতে হবে’ (আবূ দাঊদ, হা/১৫৭৩)। যা স্বর্ণের হিসাবে সাড়ে সাত ভরি। যার বর্তমান বাজার মূল্য হলো প্রায় ৫ লক্ষ টাকা এবং রৌপ্যের হিসাবে সাড়ে বায়ান্ন তোলা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। উক্ত পরিমাণ টাকা হলে যাকাত আদায় করতে হবে। তবে ফক্বীর-মিসকীনদের দিকে লক্ষ রেখে রৌপ্যের হিসাবে যাকাত আদায় করাই উত্তম বলে বিবেচিত হবে। উল্লেখ্য যে, জিপিএফ, ডিপিএস, ইন্সুরেন্স ইত্যাদি সবই সূদের সাথে সম্পৃক্ত, যা বর্জন করতে হবে।
-আনিসুর রহমান