কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : ছালাতরত অবস্থায় সূরা বলার সময় মনের ভুলে বিসবিল্লাহ দুইবার হয়ে যায়। এতেকি কোনো অসুবিধা হবে?

উত্তরএতে কোনো অসুবিধা হবে না। কেননা একই আয়াত বার বার পড়ার বিষয়টি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে। আবূ যার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত দ্বারা রাতে নফল ছালাত পড়লেন। পড়তে পড়তে সকাল করে দিলেন। সে আয়াতটি হলো- إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ ‘তাদের অপরাধের জন্য ‍তুমি তাদের শাস্তি দিলে দিতে পার। তারা তো তোমারই বান্দা। তুমি যদি তাদের ক্ষমা করে দাও (তা তোমার দয়া), অবশ্যই তুমি বিপুল ক্ষমাশীল প্রজ্ঞাময়’ (আল-মায়েদা, ৫/১১৮)। জুহায়না গোত্রের একজন লোক থেকে বর্ণিত আছে, তিনি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের উভয় রাকআতে সূরা যিলযাল পড়তে শুনেছেন। তিনি বলেন, আমি জানি না, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে পাঠ করেছেন নাকি ইচ্ছা করে পাঠ করেছেন (আবূ দাউদ, হা/৮১৬)। এতে বুঝা যায়, কেউ ভুলবসত বা ইচ্ছাকৃতভাবে ছালাতে দুইবার বিসমিল্লাহ পাঠ করলে তার ছালাতের কোনো ক্ষতি হবে না।

প্রশ্নকারী : মো. শাহ আলম

বড়াইগ্রাম, নাটোর।


Magazine