কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): একজন পিতার একাধিক ছেলে ও মেয়ে থাকায় ছেলেরা বিবাহের পরে বাবার সংসারে খেয়ে ও কাজ করে যৌথভাবে জমি ক্রয় করেছে। এক্ষেত্রে মেয়েদেরকেকি ইসলামী শরীআহ অনুযায়ী সকল জমির ভাগ দিতে হবে?

উত্তর: পিতা-মাতা থাকাবস্থায় তাদের সম্পত্তি দ্বারা উপার্জন করে যদি ছেলেরা যৌথভাবে জমি ক্রয় করে থাকে এবং তা পিতার নামে নথিভুক্ত হয়ে থাকে, তবে তা পিতার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে পিতার মৃত্যুর পর এই সম্পত্তিও শরীআহ অনুযায়ী বণ্টন করতে হবে এবং মেয়েরা তাদের পূর্ণ অংশ পাবে। আর যদি কেউ নিজে পৃথকভাবে উপার্জন করে তা দ্বারা পরিবারের ভরণপোষণের পর জমি ক্রয় করে, তবে তা তাদের নিজস্ব সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এবং এটি পিতার সম্পত্তির অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান’ (আন-নিসা, ৪/১১)।

প্রশ্নকারী : পিয়াস মাহমুদ

জামালপুর।

Magazine