কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১) : ঘুমের সময় কি শরীর থেকে রূহ বের হয়ে যায়?

উত্তর : হ্যাঁ, ঘুমের সময় শরীর থেকে রূহ বের হয়। কেননা আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহই জীবসমূহের প্রাণ গ্রহণ করেন তাদের মৃত্যুর সময় এবং যাদের মৃত্যু আসেনি তাদের প্রাণও গ্রহণ করেন ঘুমের সময়। তারপর তিনি যার জন্য মৃত্যুর সিদ্ধান্ত করেন তার প্রাণ রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয় এতে নিদর্শন রয়েছে এমন সম্প্রদায়ের জন্য, যারা চিন্তা করে’ (আয-যুমার, ৩৯/৪২)। আল্লাহ তাআলা আরো বলেন, ‘তিনিই রাতে তোমাদের মৃত্যু ঘটান এবং দিনে তোমরা যা কামাই কর তা তিনি জানেন। তারপর দিনে তোমাদেরকে তিনি আবার জীবিত করেন, যাতে নির্ধারিত সময় পূর্ণ করা হয়। তারপর তাঁর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন’ (আল-আনআম, ৬/৬০)। এক সফরে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবায়ে কেরাম সকলেই ঘুম থেকে জাগতে পারেননি। সূর্যের তাপ গায়ে লাগার পর সবার ঘুম ভাঙ্গে। তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তোমরা মৃত ছিলে, আল্লাহ তাআলা তোমাদের নিকট তোমাদের রূহকে ফিরিয়ে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি ছালাত আদায় না করেই ঘুমিয়ে যাবে, যে যখন জাগ্রত হবে তখনই আদায় করে নিবে। অথবা যে ব্যক্তি ছালাত আদায় করতে ভুলে যাবে, তার যখনই স্মরণ হবে, তখন তা আদায় করে’ (মুসনাদে আবূ ইয়ালা, ১/৫৮; সিলসিলা ছহীহাহ, হা/৩৯৬)। তবে কীভাবে রূহ বের হয়, সে বিষয়ে কোনো বিবরণ আসেনি। ইবনু রজব হাম্বলী রহিমাহুল্লাহ বলেন, মৃত্যুর সময় রূহ বের হওয়া এবং ঘুমের সময় রূহ বের হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। মৃত্যুর সময় পরিপূর্ণভাবে রূহ বের হয়ে যায় আর ঘুমের সময় অসম্পূর্ণভাবে রূহ বের হয় যার ফলশ্রুতিতে শরীরের সাথে তার একটা সম্পর্ক থেকে যায় (ফতহুল বারী, ৩/৩২৬)। আমরা বলতে পারি ঘুম হচ্ছে অর্ধেক মৃত্যু। আমাদের ঈমান হচ্ছে, আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ঘুমের সময় আল্লাহ রূহ গ্রহণ করেন’- আমরা সেটাকে সেভাবেই বিশ্বাস করি। এর ধরন-পদ্ধতি সম্পর্কে চিন্তা-ভাবনা করি না।

প্রশ্নকারী : খায়রুল ইসলাম 



Magazine