কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮): একজনের সামনে মজার ছলে আমার ব‌উয়ের ব্যাপারে বলেছি যে, সে আমার আপন ছোট বোন। ইসলামে এর বিধান কী?

উত্তর: যিহার শুধু মায়ের সাথে হয়ে থাকে। যিহার হলো কোনো ব্যক্তি তার স্ত্রীকে বলবে, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। তখন তার জন্য কাফফারা দেওয়া ছাড়া স্ত্রী মিলন বৈধ হবে না। উল্লেখ্য যে, যেকোনো মাহরাম মহিলার সাথে যিহার হয় বলে যে আলোচনা আছে তা প্রমাণিত নয়। অতএব, বোনের সাথে তুলনা করে থাকলে তা যিহার বলে গণ্য হবে না। তাকে কাফফারা দিতেও হবে না। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে ‘যিহার’ করে (তারা জেনে রাখুক যে) তাদের স্ত্রীরা তাদের মাতা নয়; যারা তাদেরকে জন্মদান করে, শুধু তারাই তাদের মাতা, তারা তো অসঙ্গত ও ভিত্তিহীন কথাই বলে’ (আল-মুজাদালা, ৫৮/২)। যালেম বাদশার হাত থেকে বাঁচার জন্য ইবরাহীম আলাইহিস সালাম স্ত্রী সারাকে বোন হিসেবে পরিচয় দেন (ছহীহ বুখারী, হা/৩৩৫৮)। স্ত্রীকে বোন বলা অপছন্দনীয় এবং নিষেধাজ্ঞার ব্যাপারে যে হাদীছটি এসেছে তা যঈফ বা দুর্বল। হাদীছটি হলো, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল, হে আমার বোন! আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘সে কি তোমার বোন?’ তিনি তার এ রকম সম্বোধনকে অপছন্দ করলেন এবং এ রকম সম্বোধন করতে নিষেধ করলেন (আবূ দাঊদ, হা/২২১০)।

প্রশ্নকারী: মোখলেছুর রহমান

রংপুর।


Magazine