কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০): কোন কোন অবস্থায় দুই ওয়াক্ত ছালাত (যোহর-আছর ও মাগরিব-এশা) জমা করে পড়া জায়েয আছে?

উত্তর: মানুষের সুবিধার্থে আল্লাহ তাআলা দুই ওয়াক্তের ছালাত একসাথে পড়ার বিধান দিয়েছেন। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত সময়গুলোতে ছালাত জমা করে পড়েছেন- ১. হজ্জের সময় আরাফাহ ও মুযদালিফার মাঠে (ছহীহ বুখারী, হা/২৭৬), ২. সফরে থাকাকালীন সময়ে (আবূ দাঊদ, হা/১২০৬), ৩. অসুস্থতার সময় (আবূ দাঊদ, হা/২৮৭), ৪. বৃষ্টির সময় (আবূ দাঊদ, হা/১২১০), ৬. শারঈ কোনো ওযর থাকলে (শত্রুর ভয়, দুগ্ধদানকারিনী) (ছহীহ মুসলিম, হা/৭০৫)।

প্রশ্নকারী : মুহাম্মাদ বিল্লাল

ওয়ারী, ঢাকা।


Magazine