উত্তর : এক ছেলেকে সমুদয় সম্পত্তি দিয়ে অন্যান্য ওয়ারিছদেরকে বঞ্চিত করা হারাম ও যুলম। নু‘মান ইবনু বাশীর রযিয়াল্লাহু আনহুমা-কে যখন তার পিতা কিছু দিতে চাইলেন, যা তার অন্য ছেলেকে দেননি, তখন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছিলেন, এর ওপর তিনি সাক্ষী হতে অস্বীকার করেছিলেন এবং এটিকে যুলম বলে আখ্যায়িত করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১৬২৩)। আল্লাহ তাআলা প্রত্যেক ওয়ারিছের প্রাপ্ত অংশ নির্ধারিত করে দিয়েছেন। তিনি এগুলো বর্ণনা করার পরে বলেন, এসব আল্লাহর নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে স্থায়ী হবে আর এটাই হলো মহাসাফল্য। আর কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন; সেখানে সে স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে (আন-নিসা, ৪/১৩-১৪)। সুতরাং এমনটি করা কবীরা গুনাহ, যা থেকে অবশ্যই বিরত থাকতে হবে।
প্রশ্নকারী : নোমান
সাতক্ষীরা সদর।