কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : আমার ছোট বোনের দুধ মায়ের সাথে আমি কি দেখা করতে পারি?

উত্তর: বংশগত কারণে যেমন মাহরাম হয়, ঠিক তেমনই দুধ সম্পর্কের কারণেও মাহরাম হয়। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বংশগত কারণে যা হারাম হয়, দুধ সম্পর্কের কারণেও তা হারাম হয়’ (ছহীহ বুখারী, হা/২৬৪৫)। কিন্তু ভাই বা মায়ের দুধ মা এই মাহরামের অন্তর্ভুক্ত নয়। বরং তাদের সাথে বিবাহবন্ধন বৈধ। আর যেহেতু তারা মাহরাম নয়, তাই বোনের দুধ মায়ের সাথে দেখা করাও জায়েয নয়।

প্রশ্নকারী: রেদওয়ান জুবায়ের

মোড়েলগঞ্জ, বাগেরহাট।


Magazine