কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): সময়ের বরকত চাওয়ার জন্য কি দুআ পড়া যায়?

উত্তর: এ ব্যাপারে খাছ কোনো দু‘আ নেই। তবে ব্যাপক অর্থপূর্ণ দু‘আ হিসেবে সময়ের বরকত চাওয়ার নিয়্যতে رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এই দু‘আ পড়তে পারে। এছাড়া নিজ ভাষাতেও দু‘আ করতে পারে।


Magazine