কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫): মৃত বাচ্চা জন্ম নিলে তার কি আকীকা দিতে হবে? নিষ্পাপ হিসেবে সে বাচ্চা কি তার পিতামাতার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারবে? উল্লেখ্য, বাচ্চা জন্ম নেওয়ার ২/৩ দিন আগে নড়াচড়া করেছিল।

উত্তর: জন্মের পর সন্তান যদি সপ্তম দিনের আগে মারা যায় তাহলে তার আকীকা করা লাগবে না। কেননা রাসূল সা. বলেন, ‘প্রত্যেক শিশু তার আকীকার বিনিময়ে বন্ধক থাকে। তার জন্মের সপ্তম দিনে আকীকা করতে হয়’ (আবূ দাঊদ, হা/২৮৩৮)। বিস্তারিত দেখুন- তুহফাতুল আহওয়াজী, ৫/৯৮। আর মায়ের পেটে বাচ্চার বয়স যদি ৪ (চার) মাস হয়ে যায়, তাহলে সেই বাচ্চা বাবা-মায়ের জন্য সুপারিশ করবে। চার মাস বা ১২০ দিনের আগে বাচ্চা হিসেবে গণ্য হবে না। কেননা চার মাস পর তাতে রূহ দেওয়া হয় এবং তার আমল, রিযিক, আয়ু ও ভালো-মন্দ লিপিবদ্ধ করা হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘নিশ্চয় তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান নিজ নিজ মায়ের পেটে চল্লিশ দিন পর্যন্ত বীর্যরূপে অবস্থান করে, অতঃপর তা জমাটবাঁধা রক্তে পরিণত হয়। ঐভাবে চল্লিশ দিন অবস্থান করে’ (ছহীহ বুখারী, হা/৩২০৮; ছহীহ মুসলিম, হা/২৬৪৩)।

প্রশ্নকারী : হাকীম নাহিদ পারভেজ

 সাতক্ষীরা।


Magazine