কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : আবূ দাঊদে বর্ণিত এক হাদীছে রাসূলুল্লাহ (ছা.) বলেছেন, ‘যে কুরআনকে মধুর সূরে পাঠ করে না সে আমাদের দলভুক্ত নয়’। উক্ত হাদীছের ব্যাখ্যা জানতে চাই।

উত্তরপ্রশ্নে উল্লেখিত হাদীছের ইবারত হলো-

عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ».

অর্থ আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে আমাদের দলভুক্ত নয় যে কুরআন ‍সুললিত কণ্ঠে পাঠ করে না’ (আবূ দাউদ, হা/১৪৬৯)। এ হাদীছের ব্যাখ্যায় ইমাম নববী এবং খাত্বাবী রহিমাহুল্লাহ বলেন, এর দুটি ব্যাখ্যা আছে, ১. সুন্দর কণ্ঠে তেলাওয়াত করা, ২. অন্যকে তেলাওয়াত শুনানো (শরহুন নববী, ৬/৭৯ পৃ.; আওনুল মা‘বূদ, ৪/২৪১ পৃ.)। মোল্লা আলী ক্বারী হানাফী তার মিরকাত নামক গ্রন্থে ‘সে আমাদের দলভুক্ত নয়’ -এর ব্যাখ্যায় বলেন, সে আমাদের সুন্নাতের পূর্ণ অনুসারী নয় (মিরকাতুল মাফাতীহ, হা/২১৯৪, ৪/১৪৯৮)। সুতরাং এই হাদীছের ব্যাখ্যামূলক অনুবাদ হলো, সে ব্যক্তি আমাদের সুন্নাতের পূর্ণ অনুসারী নয় যে কুরআন সুন্দর কণ্ঠে ও অন্যকে শুনিয়ে তেলাওয়াত করে না।

প্রশ্নকারী : মুহাম্মদ বিল্লাল

ওয়ারী, ঢাকা।

 

Magazine