কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪): হাদীছে বর্ণিত হয়েছে জুম‌আর দিন মসজিদে সর্বপ্রথম আগমনকারী ব্যক্তি উটকুরবানী করার সমপরিমাণ ছওয়াব পাবে। এখন মুয়াযযিন যদি সর্বপ্রথমআগমনকারী হয় তাহলে সেই ছওয়াব তিনি পাবে না বলে একটি পত্রিকা জানায়।কারণ সে ব্যক্তি বেতনভুক্ত এবং সে আগে আসতে বাধ্য। কথাটা কতটুকু যুক্তিযুক্ত?

উত্তরউক্ত বক্তব্য সঠিক নয়। বরং যারা প্রথম পর্যায়ে আসবে তারা যেন একটি উট কুরবানী করল। যারা দ্বিতীয় পর্যায়ে আগমন করে তারা যেন একটি গাভী কুরবানী করল। তৃতীয় পর্যায়ে যারা আগমন করে তারা যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কুরবানী করল। চতুর্থ পর্যায়ে যারা আগমন করল তারা যেন একটি মুরগী কুরবানী করল। পঞ্চম পর্যায়ে যারা আগমন করল তারা যেন একটি ডিম কুরবানী করল (ছহীহ বুখারী, হা/৮৮১; ছহীহ মুসলিম, হা/৮৫০)। এই বর্ণনাতে কাউকেই নির্দিষ্ট করা হয়নি। বরং যে ব্যক্তিই প্রথম পর্যায়ে আসবে সেই এই নেকী পাবে।

উল্লেখ্য যে, জুমআর দিনে প্রথমে মসজিদে আসা বলতে প্রথম পর্যায়ে মসজিদে আসাকে বুঝানো হয়েছে। অর্থাৎ জুমআর দিনে সূর্য উদয় হওয়া থেকে ইমাম মিম্বারে বসা পর্যন্ত সময়টাকে পাঁচ ভাগে ভাগ করে প্রথম সময়ে যে ব্যক্তি আসবে সেই উট কুরবানী করার নেকী পাবে (যাদুল মাআদ, ১/৩৯৯-৪০৭; মাজমূ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১৬/১৪০)।

প্রশ্নকারী: সরওয়ার্দী সরকার

রায়গঞ্জ, সিরাজগঞ্জ।

Magazine