উত্তর: জীবিকার জন্য কাফির দেশে না যাওয়াই উত্তম। কেননা কাফির দেশে অবস্থান করা মুমিনের দ্বীনের জন্য অত্যন্ত ক্ষতিকর। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি ঐ মুসলিম থেকে দায়মুক্ত যারা মুশরিকদের মধ্যে বসবাস করে’ (আবূ দাঊদ, হা/২৬৪৫)। জারীর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এমন সময় উপস্থিত হই, যখন তিনি বায়আত গ্রহণ করছিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনি আপনার হাত বাড়িয়ে দিন, যাতে আমিও আপনার নিকট বায়আত গ্রহণ করতে পারি। আর আপনি যা ইচ্ছা আমার উপর শর্ত করুন এবং এ সম্পর্কে আপনি ভালো জানেন। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আমি এই শর্তে তোমার বায়আত গ্রহণ করছি যে, তুমি এক আল্লাহর ইবাদত করবে, ছালাত কায়েম করবে, যাকাত দিবে, মুসলিমদের শুভাকাঙ্ক্ষী থাকবে এবং মুশরিকদের পরিত্যাগ করবে’ (নাসাঈ, হা/৪১৭৭)।
প্রশ্নকারী : জহিরুল ইসলাম
ঢাকা।