উত্তর : অর্থপূর্ণ সুন্দর নাম না রাখা হলে যে কোন সময় তা পরিবর্তন করে অর্থপূর্ণ সুন্দর নাম রাখা যায়। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ নাম পরিবর্তন করে দিতেন (তিরমিযী, হা/২৮৩৯; সিলসিলা ছহীহাহ, হা/২০৭, ২০৮; ছহীহুল জামি‘ হা/৪৯৯৪; ছহীহ আত-তারগীব ওয়াত-তারহীব, হা/১৯৮০; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ, হা/২৫৮৯৬; মিশকাত, হা/৪৭৭৪)। ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবি ‘জুওয়াইরিয়া’-এর নাম ছিল ‘বাররাহ’। তিনি তার নাম পরিবর্তন করে ‘জুওয়াইরিয়া’ রেখেছিলেন এজন্য যে ‘বাররাহ-এর নিকট হতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন’ এরূপ বলাটা তিনি অপছন্দ করতেন (ছহীহ মুসলিম, হা/২১৪০; সিলসিলা ছহীহাহ, হা/ ২১১; তাহক্বীক মিশকাত, হা/৪৭৫৭)। আব্দুল্লাহ ইবনে ওমর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উমর রযিয়াল্লাহু আনহু-এর কন্যাকে আসিয়া (নাফরমানকারী) বলা হত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন ‘জামীলা’ (সুন্দরী) (ছহীহ মুসলিম, হা/৩১৩৯; তাহক্বীক মিশকাত, হা/৪৭৫৮; বিস্তারিত আলোচনা দ্র : শারহুন নাবাবী, ১৪ তম খণ্ড, হা/২১৩৯; তুহফাতুল আহওয়াযী, ৭ম খণ্ড, হা/২৮৩৮; আওনুল মা’বুদ, ৮ম খণ্ড, হা/৪৯৪৪)।
প্রশ্নকারী : ইউসুফ
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।