উত্তর: মৃত বা অক্ষম ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিছসূত্রে প্রাপ্ত সম্পদ থেকে হজ্জ বা উমরা করা যায়। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, খাছআম গোত্রের একজন মহিলা মুযদালিফায় সকালে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলাল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার পিতার অতি বৃদ্ধাবস্থায় তার উপর হজ্জ ফরয হয়েছে, কিন্তু তিনি বাহনের উপর স্থির থাকতে পারেন না, এমতাবস্থায় আমি কি তার পক্ষ থেকে হজ্জ করব? তিনি বললেন, ‘হ্যাঁ’ (নাসাঈ, হা/২৬৩৭)।
প্রশ্নকারী : কানব হাসনাত
ঢাকা।