কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : গর্ভবতী থাকার কারণে অনেকগুলো ছিয়াম রাখতে পারিনি। পরবর্তীতে ছিয়াম ক্বাযা করার ইচ্ছা করেও রাখতে পারিনি। পরের বছর সন্তানকে দুধ পান করানোর কারণে ছিয়াম রাখতে পারিনি এবং এখনো আমি অসুস্থ। প্রশ্ন হলো- পূর্বের ছিয়ামগুলোর ব্যাপারে সমাধান জানতে চাই।

উত্তর : এমতাবস্থায় আপনার ছুটে যাওয়া অতীতের ছিয়ামগুলোর জন্য ফিদিয়া হিসেবে প্রতিদিন সোয়া কেজি চাউল দিতে হবে। ইবনু ‘আব্বাস রযিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, আল্লাহর বাণী, ‘‘যারা সামর্থবান (কিন্তু ছিয়াম পালনে অক্ষম) তারা এর পরিবর্তে ফিদিয়া হিসেবে একজন মিসকীনকে খাদ্য দিবে’ (আল-বাক্বারা, ২/১৮৪)। তিনি বলেন, এ আয়াতে অতিবৃদ্ধ ও বৃদ্ধার জন্য ছিয়াম ভঙ্গের বিধান রয়েছে। এরা উভয়ে যখন ছিয়াম পালনের শক্তি হারিয়ে ফেলেছে, এমতাবস্থায় ছিয়াম না রেখে প্রত্যেক দিন একজন মিসকীনকে খাবার দিবে। গর্ভবতী এবং দুগ্ধদানকারিণী সন্তানের ক্ষতির আশঙ্কা করলে তাদের জন্যেও ছিয়াম ভঙ্গের অনুমতি আছে (আবূ দাউদ, হা/২৩১৮)।

প্রশ্নকারী : আলতাফ, রায়পুরা, নরসিংদী।



Magazine