কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): আমার স্ত্রীর তিনটি সিজার হয়েছে। তিন নম্বর সিজারের সময় ডাক্তার আমার কাছে আমার স্ত্রীর স্থায়ীভাবে গর্ভ বন্ধ করার অনুমতি চাইলে আমি অনুমতি দিয়ে দেই। কারণ আমার স্ত্রীর শারীরিক গঠন দুর্বল। এতে করে আমার স্ত্রীর স্থায়ীভাবে গর্ভ বন্ধ করে দেওয়া হয়। এমতাবস্থায় আমার কি গুনাহ হতে থাকবে?

উত্তর: স্ত্রীর শারীরিক কোনো কারণে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা যায় (ছহীহ মুসলিম, হা/১৪৩৮)। তবে স্থায়ী বাচ্চা নেওয়া বন্ধ করে দেওয়া হারাম ও কাবীরা গুনাহ। স্থায়ীভাবে স্ত্রীর গর্ভাশয় বন্ধ করা উচিত হয়নি; বরং তা ভুল সিদ্ধান্ত ছিল। এমতাবস্থায় স্থায়ীভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫৩)।

প্রশ্নকারী: নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine