কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : বাংলাদেশে যে ব্যাংকগুলোর শরীয়া বোর্ড আছে ঐ সকল ইসলামী ব্যাংকগুলোতে কি চাকুরী করা যাবে?

উত্তর : বাংলাদেশের সকল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত। আর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং ব্যবস্থা সূদ নির্ভর। বিধায় যে সকল ব্যাংকগুলোর শরীয়া বোর্ড আছে বলে দাবী করে থাকে তবুও সেগুলো পরিপূর্ণভাবে সূদ মুক্ত নয়। তাই সে সকল ব্যাংকে চাকুরী করা হতে বিরত থাকতে হবে। কারণ এ ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালোভাবে নিষেধ করেছেন। ইবনু মাসউদ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদগ্রহনকারী ও প্রদাণকারী ও এর সাক্ষ্যদাতা ও লেখক সকলকেই লানত করেছেন’ (জামেউছ ছাগীর, হা/৯২২৫)। অতএব এ ক্ষেত্রে সকলের কর্তব্য হবে হারামের সাথে জড়িত প্রতিষ্ঠানে চাকুরী না করে, হালাল পন্থায় রিযিক্ব অন্বেষণ করা।

প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন

ঝিনাইদাহ, বদরগঞ্জ।


Magazine