কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় পুরুষাঙ্গ হতে কোনো তরল পদার্থ বের হলে গোসল ফরয হবে কি? আর ওই কাপড়ে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর: বীর্যপাত না হয়ে যদি পুরুষাঙ্গ থেকে কোনো তরল পদার্থ বের হয়, তাহলে তাতে গোসল ফরয হবে না, কিন্তু তাতে ওযূ ভঙ্গ হবে। আর কাপড়ে এমন তরল পদার্থ লাগলে সেই স্থান ধৌত করতে হবে। কাপড় থেকে সেই তরল পদার্থ পরিষ্কার না করে সেই কাপড়ে ছালাত আদায় করা যাবে না, তবে শুকিয়ে গেলে কোনো সমস্যা নেই। আলী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার খুব বেশি মযী নির্গত হতো। এজন্য আমি গোসল করতাম, এমনকি (অত্যধিক গোসলের কারণে) আমার পিঠ ফেটে যেত (ব্যথা অনুভূত হতো)। তাই আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষয়টি অবহিত করলাম কিংবা কেউ তাঁকে বিষয়টি অবহিত করল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এরূপ করো না। তোমার (লজ্জাস্থানে) মযী দেখতে পেলে তা ধুয়ে নিবে এবং ছালাতের ওযূর মতো ওযূ করবে’ (আবূ দাঊদ, হা/২০৬; নাসাঈ, হা/১৯৩)। 

প্রশ্নকারী : নাইমুর রহমান

মালয়েশিয়া প্রবাসী।


Magazine