কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১): রোগ-বালাই থেকে রক্ষার জন্য কুরআন-সুন্নাহ অনুযায়ী আরবী কোন কোন দু‘আ পড়া উত্তম?

উত্তর: ১. সূরা নাস ও ফালাক পড়ে ফুঁক দিবে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাস ও ফালাক পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে মাসাহ করতেন (ছহীহ বুখারী, হা/৫৭৩৫)। ২. এ দু‘আ পড়বে, بِسم اللَّهِ الذِّي ‌لَا ‌يَضُر ‌مَع ‌اسمِهِ شَيءٌ فِي الأرضِ وَلَا فِي السَمَاءِ وهُو السَمِيعُ العَليمُ، (ইবনে মাজাহ, হা/৩৮৬৯)। ৩. এই দু‘আটি পড়া যায় সকাল ও সন্ধ্যায় ৩ বার-

اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ- اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ- اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

অর্থ: ‘হে আল্লাহ! আমার শরীরে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আমার শ্রবণশক্তিতে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করুন’ (মুসনাদে আবূ দাঊদ, হা/৯০৯)।

প্রশ্নকারী : ফিরোজ কবীর

নওগাঁ সদর।


Magazine