উত্তর : কথাটি ঠিক নয়। কারণ রামাযান মাসের প্রথম ১০ দিন রহমত, দ্বিতীয় ১০ দিন মাগফিরাত এবং তৃতীয় ১০ দিন জাহান্নাম থেকে নাজাত, মর্মে বর্ণিত হাদীছটি যঈফ এবং একাধিক ছহীহ হাদীছ বিরোধী। যেমন রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রামাযান মাস আসলে রহমতের দরজা খুলে দেওয়া হয়’ (ছহীহ মুসলিম, হা/১০৭৯)। অন্য আরেকটি হাদীছে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘রামাযানের প্রথম রাত থেকেই একজন আহ্বানকারী বলতে থাকেন, কল্যাণকামী অগ্রসর হও, অকল্যাণকামী পিছু হটো। আর এভাবে রামাযানের প্রতি রাতেই আল্লাহ তাআলা কিছু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন (ইবনু মাজাহ, হা/১৬৪২; তিরমিযী, হা/৬৮২; মিশকাত, হা/১৯৬০)। উক্ত হাদীছদ্বয় ছাড়া অন্যান্য ফযীলত সংক্রান্ত হাদীছেও রামাযান মাসকে এভাবে ভাগ করা হয়নি। সুতরাং পুরো রামাযানই রহমত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস।
হাসানুযযামন
ফরিদপুর সদর।